ভাগ্যকুল-কদুখোলা উচ্চ বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ এর সভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান।সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যকালে আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান বলেন, আজকের এই বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়।এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র।এখান থেকে তোমরা এস.এস.সি সফলভাবে শেষ করে বিভিন্ন স্বনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে।আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে আলোকিত মানুষ হয়ে উঠবে এবং এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে।এসময় পরিচালনা পর্ষদ সদস্য,শিক্ষকবৃন্দ,অভিভাবক সহ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সাফল্য কামনা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো.শাহ আলম।এসময় প্রতিষ্ঠান প্রধানের হাতে প্রতিষ্ঠানের জন্য উপহার সামগ্রী তুলে দেয় শিক্ষার্থীরা।এছাড়াও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পুত্র উসিং হাই রবিন বাহাদুর সকল এসএসসি পরীক্ষার্থীকে উপহার হিসেবে শিক্ষা উপকরন প্রদান করেন।এবিষয়ে বিদ্যালয় এর শিক্ষক মো.আমীন শরীফ জানান,২০২৩ শিক্ষাবর্ষে ১৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করছে।