বান্দরবান জেলা সদর থানাধীন পাখির মোড় সংলগ্ন হোটেল প্যারাডাইসের সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মো.নজির হোসেন (৪৩) ও কাইথাং খুমী (৬০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ১৫ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বুধবার (২২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোটেল প্যারাডাইসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) পক্ষের অধিনায়ক মো.শামসুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানানো হয়।গ্রেফতার মো.নজির হোসেন বান্দরবান পৌরসভা ৯ নাম্বার ওর্য়াডের সিকদার পাড়ার সৈয়দ নূরের ছেলে এবং কাইথাং খুমী থানচি উপজেলার তিন্দু মৌজার কোঅং পাড়ার আংটিলি খুমীর ছেলে।বিজ্ঞপ্তিতে বলা হয়,বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন পাখির মোড় সংলগ্ন হোটেল প্যারাডাইসের সামনে এক অভিযান চালানো হয়।এসময় মো.নজির ও কাইথাং খুমী নামে দুই ব্যক্তি দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।তাদের কাছ থেকে এসময় মোবাইল ফোন,নগদ টাকা এবং একটি মোটরসাইকেল (বান্দরবান-হ-১১-৩৫৩৬) জব্দ করা হয়।
এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে মোটরসাইকেলযোগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে।দুই মাদক কারবারির বিরুদ্ধে বান্দরবান জেলার সদর থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।