

বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৩ উপলক্ষ্যে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (পিআরএল) এর সদস্য জাফর আলম।জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম,সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী,পৌর মেয়র মো.ইসলাম বেবী,অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি,জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাস,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন।আলোচনা সভা শেষে ক্ষুদে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়।পরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।