মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ মার্চ) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে ২টি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুরুতেই মেঘলা ফুটবল দল বনাম নীলাচল ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়।নির্ধারিত সময়ে খেলাটি ড্র হয়।পরে ট্রাইবেকারে মেঘলা ফুটবল দল ৩-২ গোলে নীলাচল ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।খেলায় ম্যান অব দ্য ম্যাচ এর পুরষ্কার পেয়েছেন প্রান্ত দাস।একই মাঠে অনুষ্ঠিত অপর খেলায় সরকারী ফুটবল দল ২-১ গোলে বেসরকারী ফুটবল দলকে পরাজিত করে।
প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং পুরষ্কার বিতরন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহাঙ্গীর,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,জেলা ক্রীড়া সংস্থা এর সেক্রেটারী পৌর মেয়র মো.ইসলাম বেবী,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.ফজলুর রহমান,জেলা ক্রীড়া সংস্থা এর সহ-সাধারন সম্পাদক মুজিবুর রশিদ,কোষাধ্যক্ষ মংসিং প্রু সহ সরকারী উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে এই প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করে বান্দরবান জেলা প্রশাসন।সরকারী কর্মকর্তা-কর্মচারী দল বনাম বেসরকারী দল এর খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রুপন কুমার দত্ত।এদিন প্রধান অতিথি হিসবে বক্তব্যকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা সাবেক কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক মাহফুজুর রশিদ বাচ্চু কে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং ঘোষক হিসেবে তাকে প্রশংসায় ভাসিয়েছেন।