বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এর বার্ষিক পুরষ্কার বিতরন ও শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চৈত্রের ঘুড়ি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে স্কুল প্রাঙ্গনে এই পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরষ্কার বিতরন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক স্মৃতি কণা দে।
এসময় সহকারী কমিশনার রাজিব কুমার বিশ্বাস,জেলা দুর্নীতি দমন কমিশন এর সভাপতি অংচ মং,বান্দরবান সরকারী উচ্চবিদ্যালয় এর প্রধান দিপ্তী কনা দে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই প্রদান,উপবৃত্তি ও বৃত্তি প্রদান,বিনামূল্যে স্কুল ফিডিং চালু করেছেন।সুতরাং পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের মনযোগী হতে হবে।তিনি বলেন,একজন মা-একজন মেয়ে তার পুরো পরিবারটিকে পরিবর্তন করে দিতে পারে।সুতরাং পড়াশোনা করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
এসময় তিনি শিক্ষক,অভিবাবক এবং সংশিষ্ট সকলের প্রচেষ্টায় আগামী দিন এর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে একযোগে কাজ করার আহবান জানান।পরে বিভিন্ন ইভেন্ট ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় বালিকা উচ্চবিদ্যালয় এর শিক্ষক বাওয়াই প্রু,বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় এর সিনিয়র শিক্ষক আমিনুর রহমান প্রামানিক,মমতাজ উদ্দিন, অভিবাবক,বালিকা উচ্চবিদ্যালয় এর প্রাক্তন শিক্ষর্থীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।শিক্ষর্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চৈত্রের ঘুড়ি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন প্রধান শিক্ষক স্মৃতি কণা দে।