বান্দরবানে হারিয়ে যাওয়া ১৩টি মোবাইল ফোন উদ্ধার করে মালিককে হস্তান্তর করেছে পুলিশ সুপার।শনিবার (১১ মার্চ) সকালে বান্দরবান সদর থানায় হারিয়ে যাওয়া ১৩টি মোবাইল ফোন উদ্ধার মোবাইল ফোনের মালিককে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এবং বান্দরবান সদর থানার অফিসারদের সার্বিক প্রচেষ্টায় সাধারণ ডায়েরী মূলে হারিয়ে যাওয়া মোট ১৩(তের) টি মোবাইল ফেব্রুয়ারী/২০২৩ মাসে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন গুলো ১১/০৩/২০২৩ তারিখ প্রকৃত মালিক ০১। মোঃ ইয়াছিন আরাফাত, ঠিকানা-কেওঁচিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ সেলিম, ঠিকানা-বান্দরবান বাজার, ০৪নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান, ০৩। চেনি বড়ুয়া বাপ্পি, ঠিকানা-মধ্যম পাড়া, বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান, ০৪। মোঃ রফিক উদ্দিন, ঠিকানা-হাফেজঘোনা, ০৮নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান, ০৫। মোঃ শামসুল আলম মজুমদার, ঠিকানা-কচুয়া, জেলা-চাঁদপুর, ০৬। শিমুল কান্তি মজুমদার, ঠিকানা-বড়ুয়া পাড়া, হরিণা, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম। ০৭। সুজিতা বড়ুয়া, ঠিকানা-মধ্যম পাড়া, বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান। ০৮। ক্যহ্লাপ্রু মার্মা, সাং-চড়ুই পাড়া, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান, ০৯। মোঃ শাকিল হোসেন, ঠিকানা-রোয়াংছড়ি, জেলা-বান্দরবান, ১০। দিলীপ কুমার দে, ঠিকানা-বনরূপা পাড়া, ০৬নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান, ১১। ফারজানা, ঠিকানা-বান্দরবান বাজার, ০৪নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান, ১২। আব্দুল্লাহ সাব্বির, ঠিকানা-হানুবাইশ, থানা-রামগড়, জেলা-লক্ষ্মীপুর, ১৩।মোঃ বাদশা মিয়া,ঠিকানা-বান্দরবান বাজার, ০৪নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর করেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম।
এদিকে গত কয়েক মাসে অসংখ্য হারানো মোবাইল উদ্ধার করে হস্তান্তর করেছে বান্দরবান জেলা পুলিশ।জনসাধারন পুলিশের এমন প্রচেষ্টা কে স্বাগত জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে।