

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বান্দরবান শাখার এক জরুরী সভা বান্দরবান অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে গতকাল সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বান্দরবান শাখার সভাপতি মোঃবাদঁশা মিঞা মাস্টার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বান্দরবান শাখার সহ-সভাপতি মং চিং প্রæ,বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বান্দরবান শাখার সাধরণ সম্পাদক সুগতপ্রিয় বড়–য়া,বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বান্দরবান শাখার নির্বাহী সদস্য এ্যাডভোকেট সারা সুদীপা ইউনুছ,বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বান্দরবান শাখার নির্বাহী সদস্য সাংবাদিক মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য অনাদি রঞ্জন বড়–য়া,নির্বাহী সদস্য ফিলিপ ত্রিপুরা,সদস্য মোঃ আবুল কালাম,সদস্য মন্টো র্মামা,সদস্য সুইনু প্রæ র্মামা সহ সংস্থার অন্যান্য সদস্য গন উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন,আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এই সংস্থার মাধ্যমে যেখানে মানবাধিকার লংঘন হয়,সেখানে মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাবো।বক্তারা আরো বলেন,আমাদের এই সংস্থা সবসময় অসহায় ও দরিদ্র মানুষের সেবাই নিয়োজিত রয়েছে,আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের দায়িত্ব সঠিক ও নিষ্ঠার সাথে পালন করতে পারি।সংস্থা কে অরো শক্তিশালি করার জন্য প্রশাসন সহ সকলের কাছ থেকে আন্তরিক ও সার্বিক সহযোগিতা কামনা করেন।