জেলা প্রশাসক ট্যালেন্ট হান্ট-২০২৩ এর বিশেষ উদ্যোগ গ্রহন করেছে বান্দরবান জেলা প্রশাসন।এ উপলক্ষে রবিবার (২৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন এর আয়োজিত প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।প্রেস কনফারেন্সে সাংবাদিকদের ব্রিফ করেন বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.ফজলুর রহমান,সহকারী কমিশনার প্রবীর বিশ্বাস,রাজিব কুমার বিশ্বাস,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারন সম্পাদক মিনারুল হকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এসময় জানানো হয়,জেলা প্রশাসক ট্যালেন্ট হান্ট-২০২৩ প্রতিযোগিতা উন্মুক্ত ও বিষয়ভিত্তক ২ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।উন্মুক্ত প্রতিযোগিতায় থাকছে গান,নৃত্য, আবৃত্তি,অভিনয়, উপস্থিত বক্তৃতা।এতে বয়সসীমা নির্ধারন করা হয়েছে সর্বোচ্চ ২৫ এবং বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দারা অংশগ্রহন এর সুযোগ পাবে।
বাংলা,গণিত,ইংরেজি,বিজ্ঞান ও আইসিটি,সাধারণ জ্ঞান নিয়ে বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।এই কুইজ প্রতিযোগিতা দুই টি শ্রেনীতে ভাগ করা হয়েছে।ষষ্ঠ শ্রেনী থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত ক গ্রুপ এবং নবম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত খ গ্রুপ।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বান্দরবান জেলার যে কোন শিক্ষা শিক্ষার্থীরা এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে।
এছাড়াও উপজেলা পর্যায়ে উপজেলা কমিটি প্রতিযোগিতার আয়োজন করবে।উপজেলা নির্বাহী অফিসারদের প্রতিযোগিতা আয়োজন কমিটি এর সভাপতি করা হয়ে হয়েছে।উপজেলা পর্যায়ে ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ২০২৩ পর্যন্ত প্রতেযোগিতা অনুষ্ঠিত হবে এবং জেলা পর্যায়ে ৯ মার্চ হতে ২২ মার্চ ২০২৩ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত,তৃণমূল থেকে মেধাবী ও জ্ঞান ভিত্তিক শিক্ষার্থীদের খোজে বের করতে বান্দরবান জেলায় এবারই প্রথম এমন একটি আয়োজনের ঘোষনা দিলেন বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এতে শিক্ষার্থীদের মাঝে বুদ্ধিভিত্তিক জ্ঞান চর্চার নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন অভিবাবক মহল।বান্দরবান জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেছেন এটি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সহায়ক ভূমিকা পালন করবে এবং জেলার ইতিহাসে অনন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।