
সিএইচটি টাইমস ডটকমের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন নার্গিস আলম।সিএইচটি টাইমস পরিচালনা পর্ষদ এর পক্ষে সিএইচটি টাইমস ডটকমের প্রকাশক লুৎফুর রহমান (উজ্জ্বল) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।এবিষয়ে তিনি জানান,সিএইচটি টাইমস ডটকম বান্দরবানের সবচেয়ে প্রাচীন অনলাইন দৈনিক হিসেবে সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছে।সরকারের প্রতিশ্রুত জনগণের দৌড়গোড়ায় তথ্য পৌছে দেয়ার জন্য ভূমিকা রাখায় বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত তথ্য ও প্রযুক্তি বিভাগ (এটুআই) কতৃক অনলাইন দৈনিক হিসেবে “লোকাল ইনোভেশন’২০১৫” হিসেবে জেলা পর্যায়ে পুরষ্কৃত একমাত্র অনলাইন দৈনিক।দীর্ঘদিন ধরে নিবন্ধনের জন্য আবেদিত এই অনলাইন দৈনিক অবৈতনিক একজন প্রধান সম্পাদক নিয়োগ দেয়ার চেষ্টা করছিলো।এরই ধারাবাহিকতায় নার্গিস আলমকে প্রধান সম্পাদক হিসেবে মনোনিত করে পরিচালনা পর্ষদ।সিএইচটি টাইমস সম্পাদকীয় নীতিমালা অনুসরণ করে এই নিয়োগ টি কার্যকর।তবে এখন পর্যন্ত সরকারি নিবন্ধনের তালিকাভুক্ত না হওয়ায় সদ্য মনোনিত প্রধান সম্পাদক নার্গিস আলম এর সাথে লিখিত কোনও চুক্তি পত্র করা হয়নি।