বান্দরবান সদর থানা এর আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।বান্দরবান পৌর শহরের বালাঘাটায় “বিট পুলিশিং বাড়ি বাড়ি-নিরাপদ সমাজ গড়ি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভাটি অনুষ্ঠিত হয়।বুধবার (১ ফেব্রুয়ারি) আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান এর পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম।বান্দরবান সদর থানা এর অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহীদুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে আয়োজিত বিট পুলিশিং সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মো.ইসলাম বেবী।
এসময় সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো.সালাহ উদ্দিন,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,পৌর কাউন্সিলর,স্থানীয় ইমাম,শিক্ষক,ব্যবসায়ী নেতৃতবৃন্দ,পরিবহন শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম বলেন,মাদকদ্রব্য,কিশোর গ্যাং,ইভটিজিং, বাল্যবিবাহ,অপরাধ দমন ও আত্নহত্যা প্রবণতা প্রতিরোধ করতে হলে স্থানীয় পুলিশ এবং সাধারণ জনগণ সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, আপনার সন্তানরা পড়াশোনাসহ নানা প্রয়োজনে বাসার বাইরে যাচ্ছে কিন্তু সে বাইরে যাওয়ার পর কি করছে এবং কাদের সাথে মেলামেশা করছে সেসব বিষয়ে সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে।খোজ খবর নিতে হবে যাতে তারা কোনও প্রকার অপরাধ এবং মাদক এর সাথে যাতে সম্পৃক্ত হতে না পারে।
এসময় তিনি যে কোন প্রয়োজনে সরাসরি পুলিশকে জানোনার আহবান জানান এবং বলেন,জনগণের নিরাপত্তাসহ সব ভালো কাজে পুলিশ স্থানীয় জনসাধারনের পাশে থাকবে এবং তাদের যেকোনও প্রয়োজনে পুলিশ সহযোগিতা করবে।এসময় তিনি স্থানীয় জনসাধারনের বিভিন্ন অভাব ও অভিযোগ সম্পর্কে শুনেন এবং ব্যাবস্থাগ্রহনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।