বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের অর্থায়নে ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সুয়ালক সার্বজনীন হরি মন্দির উদ্বোধন করা হয়েছে।হরি মন্দিরের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
সার্বজনীন হরিমন্দির কমিটির সভাপতি আশুতোষ সেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের প্রধান মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শাহ আলম।পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,ক্যাসাপ্রু মারমা, হরিমন্দির কার্যকরী সদস্য রাজু কর্মকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে ।
উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন,ধর্ম হোক যার যার কিন্তু উৎসব হোক সবার এই সম্প্রীতি নিয়ে পার্বত্য অঞ্চলে আমরা এগিয়ে যাচ্ছি।আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা একই পরিবারের বান্দরবানের সন্তান।তাই বান্দরবানকে উন্নয়ন করার দায়িত্ব আমাদের সবার।এজন্য ধর্মমত নির্বিশেষে একে অন্যের কাঁধে হাত রেখে মিলেমিশে বান্দরবানের উন্নয়নে কাজ করে যাবার আন্তরিক আহ্বান জানান।