নানা ধরনের যুগোপুযোগী উদ্ভাবনী চিন্তাভাবনা,জনপ্রশাসন কে জনগনের আস্থায় পরিণত করতে নেয়া বিভিন্ন কার্যকরী উদ্যোগ,মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে এবং তাদের ভর্তি প্রক্রিয়া সহজ করতে আর্থিক সহায়তা,হত-দরিদ্রদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়া,নারীদের আর্তসামাজিক নিরাপত্তা ও কর্মমূখী করতে অক্লান্ত প্রচেষ্টা,প্রতি বুধবার গণশুনানীর সুফল জনসাধারনের দৌড়গোড়ায় পৌছে দিতে নেয়া প্রচেষ্টাসহ বিভিন্ন মানবিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে মানবিক জেলা প্রশাসক হিসেবে সুনাম কুড়িয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সহায়তায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৭৭ বছর বয়সী এক নারী বৃদ্ধা।
জানা যায়,বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ড সংলগ্ন কসাই পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে চোখের ছানি সমস্যা নিয়ে দিনাতিপাত করছিলেন।এক পর্যায়ে তিনি চোখের ছানি সমস্যা নিয়ে দিশেহারা হয়ে পরলে এলাকাবাসীর পরামর্শে গনশুনানিতে অংশ নিয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর কাছ থেকে মানবিক সহযোগিতা কামনা করেন।গত ৪ জানুয়ারী আনোয়ার বেগম গনশুনানী তে অংশ্রগ্রহন করেন।
পরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বৃদ্ধা নারীর চিকিৎসা নিশ্চিত করতে কোয়ান্টাম ফাউন্ডেশন এর দৃষ্টি আকর্ষন করলে তাৎক্ষণিক সেখানে ছুটে যান ফাউন্ডেশন এর অর্গানিয়ার মো.এহসানুল করিম।এসময় কোয়ান্টাম ফাউন্ডেশন এর অর্গানিয়ার মো.এহসানুল করিম জেলা প্রশাসক এর নির্দেশে বৃদ্ধা নারীর চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহন করেন।
এবিষয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন অর্গানিয়ার মো.এহসানুল করিম জানান,চট্রগ্রাম এর বিখ্যাত চক্ষু চিকিৎসক ডা.আব্দুল মান্নান শিকদার এর তত্বাবধানে আনোয়ারা বেগম এর সার্জারি সম্পন্ন হয়েছে।চট্রগ্রামের শেভরন চক্ষু হাসপাতালে দুটি ধাপে তার সার্জারিটি সম্পন্ন করা হয়।চোখের কিছু জটিলতার কারনে প্রথমে তার চোখের নেত্রনালির সার্জারি করা হয়।পরে বুধবার (১৮ জানুয়ারি) একই হাসপাতালে ছানির সার্জারিটি সম্পন্ন করা হয়েছে।প্রসঙ্গত,প্রতিদিনই জেলা প্রশাসকের সাথে বিভিন্ন বিষয়ে সাক্ষাৎ করে নাগরিকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।এই সুযোগের পাশাপাশি স্থানীয় নাগরিকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি মানবিক দৃষ্টিকোণ থেকে সাধারণ নাগরিকদের সার্বিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় রেখে গনশুনানিকে কার্যকরি একটি প্ল্যাটফর্মটির হিসেবে গড়ে তোলেছেন।নাগরিক সেবা প্রদানকে গতিশীল করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সর্বোচ্চ জনসেবা প্রদান করাই বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস।