ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়িত “ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় বান্দরবানে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বী পুরোহিতদের ৯দিন ব্যাপী প্রশিক্ষণ।
বুধবার (১৮ জানুয়ারী) সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে বান্দরবানের কেন্দ্রীয় দুর্গা মন্দিরে পুরোহিতদের এই প্রশিক্ষণ শুরু হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করেন।এসময় অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তী।
অনুষ্ঠানে বান্দরবান রামকৃষ্ণ মিশন এর সভাপতি অনিল কান্তি দাশ,প্রেসক্লাবের সদস্য কৌশিক দাশ,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট পরিমল মন্ডল, জুনিয়র কনসালটেন্ট অনিক মজুমদারসহ বান্দরবান জেলা ও উপজেলার বিভিন্ন মন্দিরের ২৫জন পুরোহিত উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ৯দিন ব্যাপী বান্দরবানের ২৫ জন পুরোহিতকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।প্রশিক্ষণে হিন্দু আইন ও পূজা পদ্ধতি,ভুমি আইন,আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ এবং খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিয়ে পুরোহিতদের প্রশিক্ষণ প্রদান করবে প্রশিক্ষকেরা।
এসময় পুরোহিতদের ৯দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে ব্যাপঁক ভূমিকা রাখছে।তিনি আরো বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে আজ সনাতন ধর্মালম্বী পুরোহিত ও সেবায়েতরা বিভিন্ন ধরণের প্রশিক্ষণ পেয়ে তাদের জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি পাচ্ছে। প্রধান অতিথি সকল পুরোহিতদের ৯দিনব্যাপী প্রশিক্ষণে মনযোগ সহকারে প্রশিক্ষণ নিতে আহবান জানান এবং প্রশিক্ষণ শেষে এই জ্ঞানের মাধ্যমে নিজ নিজ এলাকার সাধারণ মানুষের উপকারে বিনিয়োগ করার আহবান জানান।