বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন,কলাগাছের আঁশ থেকে উৎপাদিত সুতা দিয়ে হস্তশিল্পের পণ্য তৈরির এই প্রশিক্ষণ স্থানীয় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার নতুন দ্বার উন্মোচন করেছে।প্রশিক্ষণ দিয়ে পণ্য তৈরি করাই যথেষ্ট নয়।উৎপাদিত পণ্য যেন মানসম্মত পণ্য হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
আপনি যত বেশি মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে পারবেন,আপনার পণ্যের বাজার তত বড় হবে। কলাগাছের আঁশ থেকে উৎপাদিত সুতা দিয়ে হস্তশিল্পের পণ্য তৈরির প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজি।মঙ্গলবার (৩ জানুয়ারি) বান্দরবান বিশ্ববিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি আরও বলেন,আগে কলার আঁশ থেকে সুতা তৈরির প্রশিক্ষণ দিয়েছি।এখন সেই সুতা দিয়ে হস্তশিল্প পণ্য তৈরির প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরো বলেন,বান্দরবান জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আমি স্থানীয় নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি।নারীর উন্নয়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী,বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শিং শিং উ নিনি,মাস্টার ট্রেইনার হাসিনা আক্তার প্রমুখ।৭ দিনব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় ৪০ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন। বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত এই প্রশিক্ষণে সহযোগিতা করছে মহিলা বিষয়ক অধিদপ্তর,বান্দরবান কার্যালয়।