

মোঃআরশাদ (লোহাগাড়া) চট্রগ্রামঃ-বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা’র লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে, ২৯শে জুলাই (শনিবার) বিকাল ৩টায় আমিরাবাদ মটর ষ্টেশনস্থ চৌধুরী প্লাজা’র সামনে বিশাল যুব সমাবেশ অনুষ্টিত হয়।
লোহাগাড়া উপজেলা যুবলীগের অাহবায়ক জহির উদ্দিনের সভাপতিত্বে উক্ত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ সাতকানিয়া-লোহাগাড়া’র সংসদ সদস্য প্রফেসর ড. অাবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী,চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, চট্রগ্রাম দক্ষিণ জেলা অাওয়ামীলীগের সদস্য অানোয়ার কামাল।লোহাগাড়া উপজেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি,সদর ইউনিয়নের চেয়ারম্যান অালহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী।অনুষ্টানের প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা অাওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি অা.ম.ম.টিপু সোলতান চৌধুরী,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম.এ গনি সম্রাট,অাওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিঠির সাবেক সদস্য এস.এম.অাব্দুল জব্বার, অাওয়ামী যুবলীগ চট্রগ্রাম দক্ষিণ জেলা’র সদস্য নুরুল অালম জিকু।উপজেলা ছাত্রলীগের যুগ্নআহবায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় যুব সমাবেশে অারো বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ফজলে এলাহী অারজু,দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল অাবছার চৌধুরী।লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রী নিবাস দাস সাগর,পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন,কলাউজান ইউপি সদস্য অাব্দুল ওয়াহেদ,বিশিষ্ট যুবলীগ নেতা লিটু দাশ বাবলু সহ জেলা,উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দরা।