বান্দরবানের সুয়ালক সুলতানপুর এলাকায় সরকারী কাজে ব্যবহৃত রড চুরি করে পালানোর সময় গোপণ সংবাদ এর ভিত্তিতে গিয়ে রবিউল ইসলাম (২১) ও মো.জুয়েল (২৩) নামে দুই শ্রমিককে আটক করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।শনিবার (১০ ডিসেম্বর) রাতে সাড়ে আটটায় ৪নং সুয়ালক ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুলতানপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন,রবিউল ইসলাম (২১) ও মো.জুয়েল (২৩)।তারা দুজনই কক্সবাজার জেলার বাসিন্দা।
আর্মড পুলিশ জানায়,রাতে ওই ইউনিয়নের ডিউটিকালে একটি গোপন সংবাদ পায় আর্মড পুলিশ।সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এস আই মো.বেলাল হোসেন ও এএসআই মো.মান্নান সঙ্গী ফোর্স।পরে সরকারী কাজে ব্যবহৃত রড চুরি করে যাওয়ার সময় সুলতানপুর বিদ্যালয় সামনে থেকে তাদেরকে আটক করা হয়।উদ্ধার করা হয় পাঁচ বান্ডেল ১শত ১৫ কেজি কেএসআরএম রড।যার বাজারের মূল্য ১৩ হাজার টাকা।
আর্মড পুলিশ আরো জানায়,ওই দুই যুবক নতুন নির্মাণাধীন বিদ্যালয়ে শ্রমিক হিসেবে কাজ করেন।রাত্রীবেলা কাজ শেষ করে রড গুলোকে কেটে সকলের অগোচরে চুরি করে বাজারে বিক্রি করতেন।এর আগেও বেশ কয়েকবার রড চুরি করে বিক্রি করে দেয়ার আভিযোগ ছিল স্থানীয়দের।
২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক আলী আহমদ খান বলেন,অভিযান চালিয়ে রড সহ দু শ্রমিককে আটক করা হয়েছে।থানার হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।