বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের একটি বিশেষ অভিযান চালিয়ে বিদেশিমদসহ ১ পাচারকারীকে আটক করেছে।শুক্রবার (৯ ডিসেম্বর) এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি টমটমগাড়ি জব্দ করা হয়।
বান্দরবানের পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই পাভেল মল্লিক সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম ইউপিস্থ ৪নং ওয়ার্ডের টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখ এলাকায় তল্লাশী অভিযান চালিয়ে সন্দেহজনক আচরণের কারণে হামিদ (১৫) কে আটক করা হয়েছে।এসময় টমটম গাড়ি তল্লাশি করে ৭২ বোতল বিদেশি মদ ও একটি টমটম গাড়িটিসহ এক ইমরানকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান,মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় চালানো অভিযানে এসব মদ উদ্ধার করা হয়।আটককৃত ইমরান এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।