মহান বিজয় দিবস-২২ উপলক্ষ্যে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার টিংকু দে কে বান্দরবান কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।বিশেষ দিনগুলোতে ভালো আচরণের জন্য বন্দিদের মুক্তি দেওয়া হয়।বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে বান্দরবান জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।টিংকু দে (৩০) চট্টগ্রামের পটিয়া হালিশহর এলাকার বাবলা দে-এর ছেলে।বান্দরবানের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি এর উপস্থিতিতে তাকে মুক্তি দেয়া হয়।
জেল সুপার জান্নাত উল ফরহাদ জানান,২০১৮ সালে মোটরসাইকেল চুরির অপরাধে তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অনাদায়ে আদালত আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৯ ডিসেম্বর টিংকু দে বান্দরবান কারাগারে আসেন।পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ১ বছর ৯ মাস ১৭ দিন কারাভোগের পর বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আসন্ন মহান বিজয় দিবস-২২ উপলক্ষে বিকেল ৪টায় কারাগার থেকে মুক্তি পান তিনি।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,রাষ্ট্রীয় বিশেষ দিবসে প্রতিটি জেলার কারাগারের সভাপতির কাছে থেকে জানতে চাওয়া হয় অপরাধের মাত্রা বিবেচনা করে কারামুক্তির যোগ্য বন্দি আছে কি না।পরে বান্দরবান থেকে তিনজন এর নাম প্রস্তাব করে সুপারিশ পাঠানো হয়।এরই ধারাবাহিকতায় আসন্ন বিজয় দিবস-২২ উপলক্ষে বান্দরবান কারাগার টিংকু দে কে মুক্তি দেয়া হলো।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,জেল কর্তৃপক্ষ ও বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এ সময় মুক্তিপ্রাপ্ত কয়েদি টিংকু দে কে আর্থিক সহায়তা দেন।
এ সময় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,জেল সুপার জান্নাত উল ফরহাদ,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,জেলার মুহাম্মদ জাহেদুল ইসলাম,ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।কারা সুত্রে জানা গেছে,বিজয় দিবস-২২ উপলক্ষে ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারায় সারাদেশ থেকে ১২ জন বন্দিকে এবার মুক্তি দিচ্ছে সরকার।