ব্লাইন্ড ক্রিকেট টি-টুয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলবে বান্দরবানের সুকেল তঞ্চঙ্গ্যা


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় :২৫ নভেম্বর, ২০২২ ৩:৫৭ : অপরাহ্ণ 1996 Views

৪ ডিসেম্বর ভারতের মাটিতে ৭ টি দেশের অংশগ্রহণে শুরু শুরু হচ্ছে থার্ড ব্লাইন্ড টি-টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট।টুর্নামেন্ট ঘিরে ঢাকার বিকেএসপি মাঠে চলছে বাংলাদেশ দলের প্রশিক্ষণ ক্যাম্প।এবারের এই আসরে বাংলাদেশ সহ শক্তিশালী ভারত,অস্ট্রেলিয়া সহ ৭ টি দেশের খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) ঘোষিত স্কোয়াড জায়গা করে নিয়েছে বান্দরবানের সুকেল তঞ্চঙ্গ্যা।

বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট টিম এর সদস্য হিসেবে ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপে মঞ্চ মাতাতে প্রস্তুতি নিচ্ছে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলী তঞ্চঙ্গ্যা পাড়ার সন্তান সুকেল তঞ্চঙ্গ্যা।তিনি সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম,সুয়ালক দশম শ্রেণীর শিক্ষার্থী।

বিবিসিসি ঘোষিত তিনটি প্লেয়ার লিস্ট এর বি-ওয়ান ক্যাটাগরিতে সুকেল তঞ্চঙ্গ্যা জায়গা পেয়েছেন।সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম,সুয়ালক এর রিসোর্স শিক্ষক সত্যজিৎ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,আইসিসির নিয়ম অনুযায়ী ব্লাইন্ড ক্রিকেট টিমও ১১ জন খেলোয়াড় নিয়ে মাঠে নামবে।

দৃষ্টি প্রতিবন্ধীদের খেলোয়াড়দের তিনটি পৃথক শ্রেনীতে ভাগ করা হয়।বি-ওয়ান শ্রেনীতে চারজন খেলোয়াড় নির্বাচিত করা হয় যারা সম্পূর্ণরূপে দৃষ্টিশক্তিহীন।সুকেল মূল স্কোয়াড এর বি-ওয়ান শ্রেণীর গুরুত্বপূর্ণ একজন সদস্য।টি-টুয়েন্টি ম্যাচগুলো ২০ ওভার করে ৪০ ওভার এর খেলা হবে।সত্যজিত মজুমদার আরও বলেন, সুকেল দৃষ্টি শক্তিহীন হলেও ক্রীড়া ক্ষেত্রে একজন বিরল প্রতিভা।

এবিষয়ে বান্দরবান অন্ধ কল্যাণ সমিতির সভাপতি অংচমং মারমা জানান,বান্দরবান এর মতো প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন খেলোয়াড় জাতীয় দলের হয়ে বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এটা অনেক গর্বের একটি বিষয়।সুকেল শুধু বান্দরবান নয় সে এখন সারাদেশের গর্ব।আমি তাঁর সফলতা কামনা করি।এবিষয়ে সুকেল তঞ্চঙ্গ্যা বান্দরবানবাসীর কাছে আশীর্বাদ কামনা করেছেন যাতে ভালো খেলে বান্দরবান সহ সারাদেশের মুখ উজ্জ্বল করতে পারেন।

উল্লেখ্য,ইতিপূর্বে আরও দুইবার বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট টিম বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করে।সর্বশেষ বিশ্বকাপে সেমিফাইনালে হেরে যায় যা বাংলাদেশ দলের সর্বোচ্চ সাফল্য।তবে বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট টিম এর প্রধান কোচ সরওয়ার ইসলাম বলেন,এবার বাংলাদেশ দল ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে ভারতে যাচ্ছে।তাঁর বিশ্বাস এবারের টিমটি অন্যান্য বারের তুলনায় অনেক বেশি শক্তিশালী।বিবিসিসি কতৃপক্ষও এই টিমটির সাফল্য নিশ্চিত করতে নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন এবং বাস্তবায়ন করছেন।তিনিও বাংলাদেশ দলের জন্য দেশবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

প্রসঙ্গত,৪ ডিসেম্বর বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে যাত্রা করবেন।ভারতের নয়াদিল্লিতে তে লীগ পদ্ধতির এই বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ এর খেলা গুলো অনুষ্ঠিত হবে।লীগ পর্যায়ে সর্বোচ্চ পয়েন্টধারী চারটি দল সেমিফাইনালে খেলবে।ভারতের পর্যটন শহর হিসেবে খ্যাত বেঙালুরুতে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।

এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশ,ভারত, অস্ট্রেলিয়া,পাকিস্তান,নেপাল,শ্রীলঙ্কা,সাউথ আফ্রিকা।৫ ডিসেম্বর উদ্বোধন পর্ব শেষে ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মাঠে নামবে খেলোয়াড়রা।৭ নভেম্বর নেপালের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!