শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,পৌর মেয়র মো.ইসলাম বেবী,আঞ্চলিক পরিষদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ,সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. সালাউদ্দিন,নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস,জেলা তথ্য অফিসার প্রিয়েন্ট সান,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়,বান্দরবানে ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হবে।এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি,বেসরকারি,আধা সরকারি,স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।বৈঠকে ১৬ই ডিসেম্বর বান্দরবানে পতাকা বিধি অমান্য করা যাবে না বলেও জানানো হয়। পতাকার মাপ ও রং সঠিক থাকতে হবে।
মহান বিজয় দিবসে পতাকা বিধি অমান্য করলে কঠোর ব্যবস্থা নিবে প্রশাসন।পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিষয়টি মনিটরিং করা হবে।