আলীকদমে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত


মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ প্রকাশের সময় :১৫ নভেম্বর, ২০২২ ১২:৫৮ : পূর্বাহ্ণ 314 Views

বান্দরবানের আলীকদমে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় আলীকদম উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পৃথক আয়োজনে এ সময় অংশ নিয়ে মেলার সামগ্রিক আয়োজনে অনন্যমাত্রা সংযোজিত করেছেন প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।

বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন ও সাধারন সম্পাদক দুংড়িমং মার্মা,যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিনসহ জেলা উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আওয়ামিলীগের নেতাকর্মীরা।

কৃষক সমাবেশ শেষে বিনামূল্যে উপকারভোগী কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

উক্ত আয়োজনের পাশাপাশি আলীকদম উপজেলার প্রবেশস্থলে ‘আলীকদম প্রবেশদ্বার’ এবং ‘বঙ্গবন্ধু চত্বর’ এর শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।

এ সময় বক্তরা বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুসারে ২০৪১ সালে তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রয়াস বাস্তবায়নকল্পে এবং পতিত সকল জমি আবাদী জমিতে পরিণতকরণে কৃষক ভাইদের অনুপ্রেরনা প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত হয় কৃষক সমাবেশ।সমাবেশে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা,সার,ভুট্টা,সরিষা,সুর্যমূখী বীজ বিতরণ করা হয়।অনুষ্ঠান পরবর্তী ধাপে জেলা প্রশাসক কর্তৃক প্রদর্শণী প্লটে ভুট্টা বীজ বপন করা হয়।

এদিকে এরপর মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য নির্মিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহি মাচাং ঘর পরিদর্শন করেন বান্দরবান জেলা প্রশাসক।এছাড়া আলীকদম উপজেলার পর্যটন বিকাশে আলীকদম নামকরন-ঐতিহ্যের সাথে জড়িত পর্যটনকেন্দ্র আলীর গুহা দর্শনার্থী বিশ্রামকুঞ্জ এবং নবরুপে সংস্কারকৃত পর্যটন স্পট তুইলিপ ঝিরি, মায়ালেক, হাতীরটেক পাহাড় তুলি গার্ডেন উদ্বোধন করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!