বান্দরবানের রোয়াংছড়িতে নানা আয়োজনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিনব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো.খোরশেদ আলম চৌধুরী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চহাইমং মারমা।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর প্রোগ্রামার (ভারপ্রাপ্ত) সুরুত আলম আকাশসহ রোয়াংছড়ি উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,এনজিও প্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।অতিথিরা এসময় মেলায় অংশগ্রহণ করা প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন।এছাড়াও মেলায় অংশ নেয়া উদ্ভাবনী উদ্যোগ ও স্টল মূল্যায়ন করে ৪টি ক্যাটাগরিতে ১২টি পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবান সদর উপজেলায় দিনব্যাপী এই ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়।রোয়াংছড়ি উপজেলা প্রশাসন আয়োজিত এই ডিজিটাল উদ্ভাবনী মেলায় ১৬ টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিজ নিজ স্টলে নিজেদের পণ্য ও প্রযুক্তি দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করেন।প্রধানমন্ত্রীর কার্যালয় এর অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) আইসিটি প্রোগ্রাম মেলায় সহযোগিতা করছে।