জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বান্দরবানে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৩ নভেম্বর) বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে এই সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা সুরিৎ কুমার চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ডা.মো.শেখ ছাদেক।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,শিক্ষকরা হলেন জাতি গঠনের কান্ডারী।পিতামাতার পরে সমাজে শিক্ষকদের স্থান,তাই শিক্ষকদের সকলের সম্মান করা উচিত এবং সমাজের সর্বোচ্চ আসনে তাদের আসীন করা উচিত। এসময় তিনি আরো বলেন,শুধু শিক্ষা গ্রহণ করলে হবে না,সুশিক্ষায় শিক্ষিত হতে হবে সকলকে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।