

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থেকে যে অন্যায়-অত্যাচার করেছে এখন তারা তার ফল ভোগ করছে।স্টেটমেন্ট (বিবৃতি) আর ফেসবুকেই তাদের রাজনীতি সীমাবদ্ধ হয়ে পড়েছে।’ ‘জাতীয় পার্টি আজ সারাদেশে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে’ উল্লেখ করে এরশাদ বলেন,’একারণে মানুষ পরিবর্তনের আশায় দুই দলের ব্যর্থ শাসন থেকে মুক্তি পেতে জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে।’
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে জাপা মনোনীত মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমানের নির্বাচনী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।এসময় এরশাদ আরও বলেন, “কেসিসি’র প্রার্থী হিসাবে মুশফিকুর রহমানকে খুলনাবাসীর মাঝে পরিচয় করিয়ে দিলাম।’ আগামী নির্বাচনে খুলনার মানুষ জাতীয় পার্টিকে মেয়র উপহার দেবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।