বান্দরবান টাওয়ারের নির্মাণ কাজের শুভ উদ্বোধন


প্রকাশের সময় :২৪ জুলাই, ২০১৭ ১২:৫২ : পূর্বাহ্ণ 1006 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বর্ণাঢ্য আয়োজনে প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি বান্দরবানে এই প্রথম আধুনিক ও পরিকল্পতিভাবে নির্মিত হতে চলেছে বান্দরবান টাওয়ার নামে একটি অত্যাধুনিক শপিং মল।বান্দরবান সদরের বান্দরবান ক্লাবের জায়গায় নির্মিত হবে এই টাওয়ার।গতকাল রোববার দুপুরে বান্দরবান টাওয়ারের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর ও শুভ উদ্বোধন ঘোষনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, এনডিইউ,পিএসসি।বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়াম্যান ক্য শৈ হ্লা,জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,বান্দরবান সদর জোন এর জোন কমান্ডার মশিউর রহমান পিএসপি, বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান ক্লাবের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,বান্দরবান টাওয়ারর নির্মাণকারী প্রতিষ্ঠান সেইফ প্রোপার্টিজ লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান ক্লাব এর সভাপতি ও বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বান্দরবান একটি পর্যটন নগরী হিসেবে ইতিমধ্যে দেশে ও দেশের বাইরে বেশ পরিচিতি লাভ করেছে,বান্দরবানে আধুনিক মানের একটি শপিং মল অতি প্রয়োজন,এখানে দেশী-বিদেশী পর্যটকদের ও স্থানীয় জনগণের চাহিদা পূরণ করবে এই বান্দরবান টাওয়ার।প্রতিমন্ত্রী নির্মাণ কারী প্রতিষ্ঠানের উদেশ্যে বলেন,আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে এই টাওয়ার এর কাজ সুন্দর ও মুজবুত আধুনিক মানের অবকাঠামো দিয়ে তৈরী করবেন,যাতে আগামী বিশ থেকে ত্রিশ বছর পর ও যেন মনে হয় এটি আধুনিক মানের টাওয়ার।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!