বান্দরবানে দুই বছরের শিশুকে যৌন নির্যাতনের দায়ে শফিউল আলম (৪৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একলক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
শফিউল আলম কক্সবাজার জেলার ভারুয়াখালী চৌধুরী পাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় দেন।
বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বাসিং থুয়াই মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার আসামি শফিউল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ এক টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়,২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে এ ঘটনা ঘটে।পরিবারের লোকজন টের পেয়ে বান্দরবান সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করেন ও সদর থানায় শফিউলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রিয়েল পালিত ও এসআই মিঠুন সিংহ ঘটনার তদন্তে সত্যতা পেয়ে অভিযুক্ত শফিউলের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করলে আদালত ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করেন। পরে অভিযোগের প্রমাণ পাওয়ায় আজ এ রায় দেওয়া হয়।
আসামি পক্ষের আইনজীবী আ্যাডভোকেট মো. শাহনেওয়াজ চৌধুরীর দাবি, ‘ঘটনার প্রত্যক্ষদর্শী স্বাক্ষী ছিল না, দুর্বল তথ্যপ্রমাণের ভিত্তিতে আসামিকে সাজা দেওয়া হয়েছে।’ তারা উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান।