সারাদেশের ন্যায় বান্দরবানেও এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হলো।পরীক্ষার প্রথম দিন অত্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় একযোগে পরীক্ষা শুরু হয়।এবারের এসএসসি,দাখিল,এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৫৬৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।এদিন বান্দরবান সদর উপজেলার ৭ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিন পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন বান্দরবান এর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি।পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ডা.মো.শেখ ছাদেক,উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস এসময় উপস্থিত ছিলেন।এসম একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী যাতে নির্বিঘ্ন পরীক্ষা দিতে পারে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক,বান্দরবান।
এছাড়াও মিয়ানমারের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি এর ঘুমধুম ইউনিয়ন সংশ্লিষ্ট একটি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনায় বিকল্প একটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ এর বিষয়ে পুর্ব প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।
এদিকে পরীক্ষা ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিলো পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।