বান্দরবানে ২টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৫সেপ্টেম্বর) বেলা ১১টায় বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ,এস,এম এমরান এর উপস্থিতিতে এসব মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়,বান্দরবান সদর থানার, নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত ২টি মামলায় ৩০হাজার বিদেশী সিগারেট,৪লিটার দেশি তৈরি চোলাই মদ আইনি প্রক্রিয়া শেষে এসব মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।যার আনুমানিক মূল্য ৪লাখ ৬২হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন কোর্ট পরিদর্শক কোর্ট ইন্সপেক্টর মো.আব্দুল মজিদ,বান্দরবান সদর থানার তদন্তকারী কর্মকর্তা মো.আতিকুর ইসলাম,পুলক চন্দ্র মন্ডল,মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিতসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।