সারাদেশের ন্যায় বান্দরবানেও স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা মার্কস অ্যাক্টিভ স্কুল দাবা চ্যাম্পস প্রতিযোগিতা-২২ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা ক্রীড়া সংস্থা এর সাধারণ সম্পাদক পৌর মেয়র মো.ইসলাম বেবি।
রবিবার (৪ সেপ্টেম্বর) পুলিশ লাইন্স হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.নাজিম উদ্দিন,জেলা ক্রীড়া সংস্থা এর কোষাধ্যক্ষ মং চিং প্রু।
অনুষ্ঠানে স্বাগত রাখেন দাবা প্রশিক্ষক ও ফিদে রেটিংধারী খেলোয়াড় রত্নজয় তঞ্চঙ্গ্যা (রতন)।এসময় বাংলাদেশ দাবা ফেডারেশন এর ফিদে অর্বিটর শাহজাহান কবির উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন দাবা একাডেমি এর কর্মকর্তা এম.এ.মোমেন চৌধুরী।এদিন ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ১০২ জন শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।সোমবার এবং মঙ্গলবার স্কুল শিক্ষার্থীদের নিয়ে ৭ রাউন্ড খেলা অনুষ্ঠিত হবে।বান্দরবান জেলায় আটটি দল নির্বাচন করা হবে যেখানে প্রতিটি দল থেকে ৪ জন করে খেলোয়াড় দলগতভাবে মূল খেলায় অংশগ্রহণ করবে এবং ২ জন খেলোয়াড় থাকবে রিজার্ভ।ষষ্ঠ থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এর সার্বিক তত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ দাবা ফেডারেশন ও আবুল খায়ের গ্রুপ।
উল্লেখ্য,সোমবার (৪ জুলাই) রেডিসন ব্লু অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী স্কুল দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।