নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড়ুয়া পাড়ায় পাহাড় কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছে।মঙ্গলবার (৩০আগস্ট) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা ফেরদৌস।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২নং ওয়ার্ড বড়ুয়া পাড়ায় মৃদুল বড়ুয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং সতর্ক করেন যাতে বিনা-অনুমতিতে আর পাহাড় না কাটে।পাহাড় কাটার খবর পেয়ে ইউএনও জায়গা পরিদর্শনে যায় এবং সত্যতা খুঁজে পায়। তাই অপরাধ প্রমাণিত হওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনে শাস্তি হিসেবে জরিমানা করেন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হলে তিনি পাহাড় কাটা এবং জরিমানার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।