বান্দরবান জেলা প্রশাসন এর আয়োজনে ও ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম বান্দরবান এর সহযোগিতায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।শুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরের সেবার মান নিয়ে আলোচনা সবিস্তারে আলোচনা হয়।
বুধবার (২৪ আগস্ট) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইয়াসমিন পারভিন তিবরিজি।
গণশুনানিতে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এর সভাপতি অংচমং।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ লুৎফুর রহমান,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস,ডেপুটি সিভিল সার্জন ডাঃনয়ন সালাউদ্দিন,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,ফোরাম এর জেলা সহসভাপতি কাউন্সিলর দীপিকা রানী তঞ্চঙ্গ্যা,জেলা ফ্যাসিলিটেটর মং শেনুক মার্মাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফোরাম এর সাধারণ সম্পাদক লাল জার লাম বমের সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানিতে সরকারি দপ্তর ও বিভিন্ন এনজিও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।গণশুনানিতে ৩৫ জন অংশগ্রহণকারী সরাসরি শুনানিতে অংশগ্রহণ করেন।
এছাড়াও অনলাইন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে,বেশ কয়েকজন নাগরিক সরকারী সেবা গ্রহণে বিভিন্ন বিভাগের অনিয়ম তুলে ধরেন।উল্লেখ্য,ইউরোপীয় ইউনিয়ন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ ব্রিটিশ কাউন্সিলের পিফোর্ড প্রকল্প বাস্তবায়ন করছে।
শুনানিতে প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী বিভিন্ন সরকারি দপ্তরের সেবা ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেন।এছাড়াও সরকারি দপ্তরগুলো কে সেবার মান আরও উন্নত করতে জেলা প্রশাসক এসময় কঠোরভাবে দিকনির্দেশনা প্রদান করেন।