বিএনপি নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক এ.এম.নাজিম উদ্দীন বলেছেন,বিদ্যুৎ ও জ্বালানি খাতে সীমাহীন অব্যাবস্থাপনা,লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণেই আজকে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে।এরফলে সরকার নানা অজুহাতে প্রতিদিন লোডশেডিং দিচ্ছে।দেশের প্রতিটি সেক্টরে এর প্রভাব পরছে।বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি বন্ধ করে অবিলম্বে সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারের প্রতি জোর আহবান জানাচ্ছি।
রোববার (৩১ জুলাই) অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন এ.এম.নাজিম উদ্দীন।
বান্দরবান জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ম্যা মা চিং এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতা লুসাই মং,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার,বিএনপি নেতা বাবু রিটল বিশ্বাস,জেলা মহিলা দল সভাপতি কাজী নিরুতাজ বেগম,সাধারণ সম্পাদক মিসেস উম্যাসিংসহ যুবদল,ছাত্রদল ও অঙ্গসংগঠন এর বিপুলসংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
বরাবরের মতো কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি তে কেন্দ্রীয় বিএনপি নেতাদের উপস্থিতি থাকলেও সমাবেশে সাচিং প্রু জেরীর দেখা মেলেনি।