বান্দরবান শহরের জেলা আওয়ামীলীগ কার্যালয় এলাকা থেকে দেশীয় কাটা পিস্তল সহ পুলক কুমার তঞ্চঙ্গ্যা (৩২) নামের একজনকে আটক করেছে বান্দরবান সেনা রিজিয়ন এর সেনা সদস্যরা।এসময় ঘটনাস্থল হতে দেশীয় অস্ত্র (পিস্তল) সহ ১টি হলুদ রং এর নোটবুক,স্মার্ট মোবাইল ফোন ১টি,নগদ ৯৫৪০ টাকা উদ্ধার করা হয়।
রবিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ তাকে আটক করা হয়।সেনা সূত্র হতে জানা যায়,সেনা টহল টিমের সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলক নিজেকে জেএসএস এর সক্রিয় সদস্য এবং চাঁদা কালেক্টর বলে স্বীকার করেছে।পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।আটককৃত পুলক কুমার তঞ্চঙ্গ্যা বান্দরবান জেলা শহরের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকাস্থ ব্রিগেড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।সে নাজিরা সেন তঞ্চঙ্গ্যা এর ছেলে।
এদিকে এমন একজন অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী জনবহুল এলাকায় কেনও এবং কি উদ্দেশ্য নিয়ে প্রবেশ করলো তা নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠা ছড়িয়েছে।যদিও চৌকস সেনা সদস্যদের তৎপরতায় সন্ত্রাসী গোষ্ঠীর বড় ধরনের পরিকল্পিত কোনও সন্ত্রাসী ঘটনা নস্যাৎ হয়ে গেছে বলে ধারণা করছে বিশেষত মহল।