বান্দরবানের লামা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজ,বিভিন্ন সড়কের আরসিসি ড্রেন,চম্পাতলী আনসার ব্যাটালিয়নে ভিআইপি রেস্ট হাউস,গোল ঘরসহ সাড়ে প্রায় ৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) সকালে একদিনের সরকারি সফরকালীন সময়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।পরে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩৬টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি,জমির দলিল ও ঘর হস্তান্তর করেন মন্ত্রী।
এসব অনুষ্ঠানে বক্তব্যকালে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,সরকার সমতলের মানুষের পাশাপাশি পার্বত্য এলাকার মানুষের জন্য অত্যন্ত আন্তরিক।তাই পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে এবং এতে সুফল পাচ্ছে সাধারণ জনগণ।এ সময় তিনি আরো বলেন, ইতিমধ্যেই বান্দরবানে ২ হাজার ৯৭৭ পরিবারকে ঘর দেয়া হয়েছে।এতে করে আগামীতে বান্দরবান জেলায় ভূমিহীন ও গৃহহীন মানুষ খুঁজে পাওয়া যাবেনা।বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন বান্দরবানকে আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এসব অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,তিং তিং ম্যা,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোস্তফা জামাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার,জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিব কুমার বিশ্বাস,পৌর মেয়র জহিরুল ইসলামসহ সরকারি ও বেসরকারি পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।