সারাদেশের ন্যায় বান্দরবানেও শুরু হলো স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা মার্কস অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পস-২০২২।এই দাবা প্রতিযোগিতায় মূল শিরোনাম করা হয়েছে “হয়ে উঠো আগামীর গ্রান্ডমাস্টার”।
সোমবার (৪ জুলাই) রেডিসন ব্লু অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দেশব্যাপী এই স্কুল দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান,এমপি।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং দক্ষিণ এশিয় চেস কাউন্সিলের সভাপতি ড.বেনজীর আহমেদ বিপিএম (বার) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত এই স্কুল দাবা প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে আবুল খায়ের গ্রুপ।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা এর উদ্বোধন অনুষ্ঠানে বান্দরবান পুলিশ লাইন্স প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম।
এসময় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এর সাধারণ সম্পাদক পৌর মেয়র মো.ইসলাম বেবী,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,দাবা প্রশিক্ষক ও আন্তর্জাতিক রেটেড খেলোয়াড় রত্নজয় তঞ্চঙ্গ্যা (রতন) উপস্থিত ছিলেন।এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক,কোমলমতি শিক্ষার্থী ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,এদিন উদ্বোধন এর পূর্বে দাবা প্রশিক্ষকরা স্কুল শিক্ষার্থী দাবাড়ুদের ১ ঘন্টা প্রশিক্ষন প্রদান করেন।ষষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।প্রতিযোগিতায় গ্রুপ ভিত্তিতে সর্বমোট ৭ রাউন্ড খেলা অনুষ্ঠিত হবে।এতে ৮ টি দল কে নির্বাচিত করা হবে যেখানে প্রতিটি দল থেকে ৪ জন করে খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করবে এবং ২ জন করে খেলোয়াড় রিজার্ভ হিসেবে থাকবে।মূল পর্ব শুরু হওয়ার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে দুইদিন প্রশিক্ষণ প্রদান করবে বান্দরবানের কয়েকজন দাবা প্রশিক্ষক।