বান্দরবানে সপ্তাহব্যাপী বনজ,ভেষজ ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১ জুলাই) বিকেলে বান্দরবান জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে রঙ বেরঙের বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম,জেলা পরিষদের কৃষি বিষয়ক কনভেনিং কমিটির আহবায়ক ক্য সা প্রু,মেলা আয়োজন কমিটির সদস্য সচিব ও বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ,পাল্পউড প্ল্যানটেশন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মাহমুদুল হাসান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,সুস্থ প্রাকৃতিক পরিবেশ এর জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।বৃক্ষ মানুষের জীবন বাঁচাতে অক্সিজেন প্রবাহ সুরক্ষিত করে।পরিবেশ রক্ষা করতে বৃক্ষরোপণ এর কোনও বিকল্প নেই।বৃক্ষ হচ্ছে মানবজাতির পরমবন্ধু।বৃক্ষ শুধুমাত্র আমাদের অক্সিজেনই দেয়না ঘুর্ণিঝড়,তুফান’সহ নানা প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের রক্ষা করে।এসময় মন্ত্রী বীর বাহাদুর সকলকে বেশি বেশি করে বৃক্ষরোপণ এর আহবান জানান।
অনুষ্ঠানে বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি বিনামূল্যে চারা বিতরণ করেন এবং মেলায় অংশগ্রহণকারী স্টল গুলো পরিদর্শন করেন।
এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গন থেকে জেলা প্রশাসন,বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।এসময় স্কুল ও কলেজ শিক্ষার্থীরা বিভিন্ন সচেতনতামূলক ফেস্টুন সহকারে র্যালিতে অংশগ্রহণ করেন।
প্রকৃতি-পরিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে এবারের মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ এবং ভেষজসহ ৪৫টি স্টল ৭ দিন এর এই মেলায় অংশগ্রহণ করছে।প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলার স্টলগুলো খোলা থাকবে।আগামী ৭ জুলাই মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।