বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উদযাপন করেছে বান্দরবান বিশ্ববিদ্যালয়।বান্দরবান বিশ্ববিদ্যালয় বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠান উদযাপন করে।
শনিবার (২৫ জুন) সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচি তে সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয় এর সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর এ.এফ.ইমাম আলি।
কর্মসূচির শুরুতেই বান্দরবান বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে প্রজেক্টরের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ সরাসরি প্রদর্শন করা হয়।
এসময় ভাইস চ্যান্সেলর এ.এফ.ইমাম আলি বাংলাদেশ এর উন্নয়ন ও সক্ষমতার অনন্য প্রতীক স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ প্রকল্প সফলভাবে সমাপ্ত করে শুভ উদ্বোধন ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।তিনি বলেন,প্রবাহমান পদ্মার বুকে মাথা তুলে দাঁড়ানো পদ্মা সেতুটি অপরাজেয় বাংলার গর্বিত অংশীদার।
পরে কেক কাটার মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয় এর শিক্ষকমন্ডলী,কর্মকর্তা,কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা আনন্দ উৎসব উদযাপন করে।