বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা পেলো অসহায় পাহাড়ি ও বাঙালিরা


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৬ জুন, ২০২২ ২:১০ : অপরাহ্ণ 404 Views

বান্দরবান সেনা রিজিয়ন এর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ৬৫ জন দুঃস্থ ও অসহায় পাহাড়ী এবং বাঙ্গালীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত অসহায় পাহাড়ি ও বাঙালি আর্থিক সাহায্যের জন্য বান্দরবান এর রিজিয়ন কমান্ডার বরাবর আবেদন করে।

এছাড়াও,বান্দরবানের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের আবেদনের পরিপ্রেক্ষিতে বান্দরবান সেনা রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনী এর পক্ষ থেকে ৬৫ জনকে মানবিক সহায়তা হিসেবে তিন লক্ষ পয়তাল্লিশ হাজার নগদ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।রবিবার (২৬ জুন) সকালে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ৬৯ পদাতিক ব্রিগেড এর জেএসও-২ (ইন্ট) ক্যাপ্টেন নাঈম পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এসময় জেএসও-৩ (শিক্ষা) ক্যাপ্টেন ফয়সাল উপস্থিত ছিলেন।রিজিয়ন সদর দপ্তর এর কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।বান্দরবান সেনা রিজিয়ন একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে আরও উল্লেখ করা হয়,বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্রগ্রামে বসবাসরত বাঙ্গালিসহ সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে যাচ্ছে।আজকের এই মানবিক সহায়তা প্রদান তারই একটি দৃষ্টামতমূলক উদাহরণ।

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকায় বসবাসরত সকল ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!