পদ্মা সেতু কে জাতির আত্মমর্যাদার অনন্য প্রতীক সম্বোধন করে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন, “বিশ্বের বুকে বাংলাদেশের সক্ষমতাকে নতুন করে জানিয়ে দেওয়ার এক অবিস্মরণীয় স্থাপত্য স্বপ্নের পদ্মা সেতু। ‘নিজের টাকায় পদ্মাসেতু’ ঘোষণা কে বাস্তবে রুপ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমত্ত পদ্মায় স্বগৌরবে নির্মিত পদ্মা সেতুর শুভ উদ্বোধন ঘোষণা করলেন।শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় জেলা প্রশাসক পদ্মা সেতু উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে বান্দরবান পার্বত্য জেলায় বসবাসকারী সকল সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,আঞ্চলিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.শফিকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য আব্দুর রহিম চৌধুরী,পৌর মেয়র মো.ইসলাম বেবী,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস,রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাসসহ রণাঙ্গন এর বীর মুক্তিযোদ্ধা,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এর পদস্থ কর্মকর্তা,রাজনৈতিক জনপ্রতিনিধিরা এসময় এলইডি ডিসপ্লে সম্প্রচারের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন।উদ্বোধন অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ও পুলিশ সুপার জেরিন আখতার,বিপিএম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে র্যালীটি শেষ হয়।উদ্বোধন উপলক্ষে উড়ানো হয় রঙ বেরঙের বেলুন এবং অবমুক্ত করা হয় শান্তির প্রতিক পায়রা।বান্দরবান পুলিশ এর সুসজ্জিত একটি বাদকদলের বাদ্যতালে অনুষ্ঠিত র্যালীতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তাসহ আপামর জনসাধারনের অংশগ্রহণ পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে দিয়েছে উৎসবের আমেজ।এছাড়াও সন্ধ্যায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামীলীগ এর উদ্যোগে বান্দরবান জেলা ও উপজেলায় নেতাকর্মীরা নানা আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন কে স্বাগত জানিয়েছে।