বান্দরবানের রুমা থেকে অস্ত্র,গুলি ও নগদ টাকা সহ জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত এক ইউপি মেম্বারকে আটক করেছে সেনাবাহিনী।আটক ইউপি মেম্বারের নাম শৈহ্লা প্রæ মারমা (৪৫)।বৃহস্পতিবার রাত ৩টার দিকে রুমা বাজারের তার বাসা থেকে ওই মেম্বারকে আটক করা হয়।তার কাছ থেকে দুটি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।আটককৃত শৈহ্লা প্রু জনসংহতি সমিতির সমর্থিত বলে জানা গেছে।শৈহ্লা প্রু’র বিরুদ্ধে জনসংহতি সমিতির নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি,উন্নয়ন কর্মকান্ড বন্ধ করে দেয়াসহ নানা অভিযোগ রয়েছে বলে সেনা কর্মকর্তা জানিয়েছেন।
তবে এ বিষয়ে এখনো জনসংহতি সমিতির পক্ষ হতে কোনো বক্তব্য পাওয়া যায়নি।সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লে.কর্নেল গোলাম আরিকুল আলম সাংবাদিকদের জানান, গোপন সূত্রে খবর পেয়ে শৈহ্লা প্রু এর বাসায় অভিযান চালানো হয়।সেখান থেকে দেশি-বিদেশি দুটি পিস্তল,গুলি,নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।