

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ২৬ তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার (১২ জুলাই) সকাল ১১ টায় শিক্ষা প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সচিব দীলিপ রায় এর পরিচালনায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদ সভাপতি বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন এএসইউ, পিএসসি।সভায় উপস্থিত ছিলেন ২০১৬-১৭ মেয়াদের পরিচালনা কমিটির অভিবাবক সদস্য নার্গিস আক্তার (কলেজ শাখা),২০১৭-১৮ মেয়াদের জন্য নতুন মনোনিত পরিচালনা কমিটির অভিবাবক সদস্য মোজাম্মেল হক বাহাদুর (স্কুল শাখা),অভিবাবক সদস্য খোরশেদ আলম (কলেজ শাখা),অভিবাবক সদস্য রুপস্রী নেওয়ার (মহিলা শাখা) এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ।এসময় বিদ্যালয় পরিচালনায় গঠিত পুরনো কমিটির সদস্যদের আনুষ্ঠানিক ভাবে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে বিদায় জানান পরিচালনা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন।দীর্ঘ ৪ ঘন্টাব্যাপ্ত সভায় দুপুরের খাবারের জন্য ৪৫ মিনিটের জন্য সভা মুলতবী করা হয়।সর্বমোট ২১টি এজেন্ডা নিয়ে সভায় রুদ্ধদ্বার আলোচনা হয়।পরে বিদায়ী সদস্যদের মধ্যে একমাত্র উপস্থিত হওয়া অভিবাবক সদস্য (কলেজ শাখা) নার্গিস আক্তার কে সম্মাননা স্বারক প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয় এবং নতুন কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন পরিচালনা পর্ষদ সভাপতি বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন এএসইউ,পিএসসি।এছাড়া স্কুল ও কলেজ শাখার দুইজন শিক্ষক কে শিক্ষা কার্যক্রম এর অগ্রগতি তে ভুমিকা রাখায় উৎসাহ প্রদান করতে সম্মাননা স্বারক প্রদান করা হয়।সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন ইংরেজী বিভাগের প্রভাষক মোঃআতিকুর রহমান (কলেজ শাখা) এবং ফরিদা ইয়াসিন (স্কুল শাখা)।উল্লেখ্য বিদায়ী পরিচালনা পর্ষদের অন্যতম দুই সদস্য অধ্যাপক আবু তাহের ভুইয়া (স্কুল শাখা) ও ডাঃলালা চিং (মহিলা শাখা) বান্দরবান এর কর্মস্থল থেকে বিদায় নেয়ায় দীর্ঘদিন উক্ত সদস্য পদগুলো শুন্য ছিলো।২৬ তম পর্ষদ সভায় তাদের অনুপস্থিতিতেই নতুন পরিচালনা পর্ষদের তিন সদস্য কে মনোনিত করা হয়েছে।এদিকে পরিচালনা পর্ষদের ২৬তম সভায় উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে নতুন মনোনিত সদস্যদের সাফল্য কামনা করেছেন বান্দরবান সরকারি কলেজের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আবু তাহের ভুইয়া।অন্য দিকে নতুন মনোনিত সদস্যরা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ সভাপতি,বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন এএসইউ,পিএসসি ও পরিচালনা পর্ষদ সচিব,কলেজের অধ্যক্ষ দীলিপ রায় কে পরিচালনা পর্ষদে তাদেরকে অন্তর্ভুক্ত করায় আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।