

বান্দরবান জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অ-১৭) এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালিকা (অ-১৭)-২০২২ এর ২য় পর্ব সেমিফাইনালের ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুন) সকালে বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম দুই সেমিফাইনালে লামা উপজেলা অনূর্ধ্ব-১৭ বালিকা দল ১-০ গোলে বান্দরবান সদর পৌরসভা দলকে পরাজিত করে।ফলে শিরোপা স্বপ্ন অধরাই রয়ে গেলো এবারের টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী বালিকা দলটির।খেলায় লামা উপজেলার ৭ নং জার্সি ধারী খেলোয়াড় লাভলি নাথ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।পরে সাড়ে এগারোটায় মাঠে নেমে বান্দরবান সদর পৌরসভা বালক দল ৪-২ গোলে রুমা উপজেলা বালক দলকে পরাজিত করে।এই খেলায় ৬ নং জার্সি পরিহিত খেলোয়াড় মো.মাইনুদ্দিন ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়।বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা বালিকা দল ১-০ গোলে আলীকদম উপজেলা বালিকা দলকে পরাজিত করে।এই খেলাটিতা তীব্র লড়াই প্রদর্শন করে দুই দলের খেলোয়াড়রা।খেলাটিতে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় এ মে প্রু।অন্যদিকে নাটকীয় এক জমজমাট সেমিফাইনালে নাইক্ষ্যংছড়ি বালক দল ট্রাইবেকারে ৭ (১১)-৬ (১১) গোলে আলীকদম উপজেলা বালক দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।খেলায় নাইক্ষ্যংছড়ির গোলরক্ষক উলা ওয়াই মার্মা ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন।ধারণা করা হচ্ছে এবারের টুর্নামেন্টের সবচেয়ে জমজমাট ম্যাচটাই ছিলো নাইক্ষ্যংছড়ি উপজেলা বালক দল বনাম আলীকদম উপজেলা বালক দলের সেমিফাইনাল খেলাটি।এই টুর্নামেন্টের সর্বোচ্চ প্যানাল্টি শট নিয়েছে এই দুই দলের খেলোয়াড়রা।বিপুল উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হয়েছে পেনাল্টি চলাকালীন সময় উপস্থিত থাকা উভয় শিবিরে সমর্থকদের মাঝে।তবে আলীকদম এর খেলোয়াড়রা বলছে ভাগ্য পক্ষে ছিলোনা।নাহয় আলীকদম উপজেলাই ফাইনালে খেলতো।