বান্দরবানে নাইক্ষ্যংছড়ি ২টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
রবিবার (১২জুন) বিকাল ৫টায় বান্দরবান আদালত চত্বরে ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এর সার্বিক দিকনির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.নূরুল হক এর উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়,নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত ২টি মামলায় ইয়াবা ৮৩,২২৬ পিচ ও বিদেশি মদ (Mandally Rum) ১২টি বোতল আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়।যার আনুমানিক মূল্য ২ কোটি ৪৯ লাখ পচাশি হাজার আটশত টাকা।
এসময় কোর্ট মালখানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত,নাইক্ষ্যংছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা এস আই অমর চন্দ্র বিশ্বাস,এস আই শুভ পাল,জিআরও মো.কায়ছার,সহকারী কামরুল,নন জিআরও রাজিব সহ তার সহকারী সজল দাশ, কনস্টেবল রাসেল,কনস্টেবল পারভেজসহ প্রমুখ উপস্থিত ছিলেন।