দ্রব্যমুল্যসহ গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবান জেলা বিত্রনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ জুন) বান্দরবান বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবান জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক (সাবেক পৌর মেয়র) জাবেদ রেজার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ মিসেস মা ম্যা চিং।
সমাবেশে সাবেক জেলা পরিষদ সদস্য বাবু লুসাই মং,জেলা বিএনপি এর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার,জেলা মহিলাদলের সভাপতি কাজী নিরুতাজ বেগম,মহিলাদল নেত্রী সাই সাই নু তোতোসহ বিপুলসংখ্যক বিএনপি ও অংঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সমাবেশের প্রধান অতিথি মিসেস মা ম্যা চিং বলেন,গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যদি দ্রুত না কমানো হয় তাহলে আন্দোলনের মাধ্যমে সরকারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে বাধ্য করা হবে।এসময় বক্তারা,গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য সরকারের তীব্র সমালোচনা করেন।এসময় জেলা বিএনপি নেতৃবৃন্দ,আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে এমন দাবিও জানান।
এদিকে সমাবেশে পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলো।পুলিশী বেস্টনিতে সমাবেশ চলাকালীন সময়ে সমাবেশে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডার খবর পাওয়া গেছে।