বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২ঃ ফাইনাল খেলা আয়োজনে প্রস্তুত বান্দরবান জেলা স্টেডিয়াম


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১০ জুন, ২০২২ ২:১৪ : পূর্বাহ্ণ 373 Views

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল নিয়ে শেষ মুহুর্তের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।শুক্রবার (১০ জুন) সাড়া জাগানো এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি।সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।জমজমাট এই ফুটবল টুর্নামেন্ট দর্শকমনে সাড়া জাগিয়েছে।ইতিপুর্বে টুর্নামেন্টের ছয়টি বিদায় নিয়েছে।

ঐতিহাসিক এই ফাইনাল খেলায় কক্সবাজার এর শেখ জামাল,চকরিয়া ফুটবল টিম চট্টগ্রাম এর আবাহনী ক্রীড়া চক্র দোহাজারীর মুখোমুখি হবে।দুটি দলই জয় পেতে মরিয়া বলে নিশ্চিত করেছে এই টিমের ব্যবস্থাপনায় দায়িত্ব পালনকারী কর্মকর্তারা।ফাইনালকে কেন্দ্র করে বিপুলসংখ্যক কর্মী একেক দলে ভাগ হয়ে মাঠের সৌন্দর্য্য বৃদ্ধিসহ মাঠটিকে খেলার উপযোগী করতে কাজ করে যাচ্ছে।

বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইয়াছমিন পারভীন ফাইনাল খেলাটিকে সুন্দরভাবে শেষ করার জন্য দফায় দফায় টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে নানা দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।এরই অংশ হিসেবে বৃহস্পতিবার শেষ মুহুর্তের সার্বিক প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করেছেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সুরাইয়া আক্তার সুইটি এবং সদস্য সচিব লক্ষীপদ দাস।

এসময় জেলা প্রশাসন বিভিন্ন পদস্থ কর্মকর্তা,জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তাসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।ফাইনাল খেলার শুরুতেই একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটের শিল্পী কলাকুশলীরা।পরিবেশন করা হবে পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি ঐতিহ্য এবং শিল্প সংস্কৃতির মনোজ্ঞ ডিসপ্লে।

এছাড়াও পুরো মাঠের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে দুইটি অত্যাধুনিক ড্রোন।পাশাপাশি পুরস্কার বিতরণ পর্বে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ লাকী কুপন বিজয়ী ১০জন কে পুরস্কার বিতরণ করা হবে।লাকী কুপনের ১ম পুরস্কার হিসেবে বিজয়ীকে দেয়া হবে উন্নতমানের একটি রেফ্রিজারেটর ফ্রীজ।অন্য নয়টি পুরস্কারও বেশ আকর্ষণীয় মানের বলে নিশ্চিত করেছে টুর্নামেন্ট পরিচালনা কমিটি।ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সুরাইয়া আক্তার সুইটি ও সদস্য সচিব লক্ষীপদ দাস।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!