কিশোরী অপহরণঃ জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :৮ জুন, ২০২২ ১০:১৯ : অপরাহ্ণ 240 Views

বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ মামলার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।বুধবার (৮ জুন) শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিকের আদালত।

আসামিরা হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ক্যথোয়াইপাড়ার রেজাউল করিম প্রকাশ টিপু ও একই পাড়ার মো.নুরুল আবছার।

মামলার এজাহারে বলা হয়,গত মার্চ মাসের ১৮ তারিখ সকাল ৬টার দিকে রেমাক্রি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা থেকে ১৪ বছরের আদিবাসী এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা।

আদালত সূত্রে জানা যায়,এ ঘটনায় থানচি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।এর ভিত্তিতে অভিযান করে গত এপ্রিলের ১ তারিখ চট্টগ্রামের পতেঙ্গা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করে করে পুলিশ। এরপর আসামীরা হাইকোর্টে জামিন আবেদন করলে অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এম.ডি সেলিমের আদালত।

পরবর্তীতে গত মাসের ৩১ তারিখ আসামিদের পক্ষে জামিননামা সম্পাদনের আবেদন করেন আইনজীবী মো. আবুল কাশেম।এরই প্রেক্ষিতে আজ ধার্য দিনে শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত সহকারী পাবলিক প্রসিকিউটর আইনজীবী বাসিংথুয়াই মারমা।তিনি বলেন,উভয় আসামির যোগসাজসে ১৪ বছরের কিশোরীকে অপরহণ মামলার অপরাধ আমলে নিয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!