বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ১টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা ধ্বংস করা হয়েছে।বৃহস্পতিবার (২জুন) বেলায় ১টায় বান্দরবান আদালত চত্বরে ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এর নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তারের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়,১টি মামলায় নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত ৬১১২পিস ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়।যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৩৩ হাজার ছয়শত টাকা।কোর্ট মালখানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত বিষয়টি নিশ্চিত করেছেন।এসময় উপস্থিত ছিলেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই ধীমান বড়ুয়া,কোর্টের জিআরও মোহাম্মদ কাওছার,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।