ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) পঞ্চদশ আসরে নিজেদের প্রথম সিজনেই শিরোপা জিতে নিয়েছে গুজরাট টাইটানস। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সাত উইকেটের জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দলটি।
ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববারে এ ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেনেএক লাখের বেশি দর্শক। টসে জিতে ব্যাট করতে নেমে গুজরাটের সামনে রাজস্থান রয়্যালস বেধে দিয়েছিল ১৩০ রান। ১১ বল হাতে রেখেই ১৩৩ রান করে পান্ডিয়ার দল। অধিনায়ক হিসেবে তিনি নিয়েছেন তিনটি উইকেট। মোট চার ওভারে রাজস্থানকে দিয়েছেন ১৭ রান। ব্যাটার হিসেবে মাঠে নেমে করেছেন ৩৪ রান। অপরাজিত থেকে শুবমান গিল করেছেন ৪৩ বলে ৪৫ রান এবং ডেভিড মিলার ১৯ বলে ৩২ রান। দুজনেই একটি করে ছয় হাঁকিয়েছেন। আর চার হাঁকিয়েছেন তিনটি করে।
এবার নিজেদের অভিষেক আসরেই ফাইনালে উঠেছিল গুজরাট। অন্যদিকে দীর্ঘ ১৪ বছর পর ফাইনাল ম্যাচের দেখা ডেল রাজস্থান। ফলে লড়াইটাও ছিল হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত জয় নিয়ে বাড়ি ফিরেছে গুজরাট টাইটানস। আর খুব কাছ থেকে শিরোপা ফসকে গেছে রাজস্থানের।