বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টঃ নতুন সময়সূচি প্রকাশ করলো পরিচালনা কমিটি


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৭ মে, ২০২২ ২:১০ : অপরাহ্ণ 641 Views

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”২০২২ এর
সংশোধিত সময়সূচি প্রকাশ করলো টুর্নামেন্ট পরিচালনা কমিটি।টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক সাক্ষরিত সময়সূচি টি সিএইচটি টাইমস ডটকম স্ব উদ্যোগে সংগ্রহ করেছে।বান্দরবানের ক্রীড়ামোদি সকল দর্শক, ক্লাব,কর্মকর্তা ও সর্বস্তরের ক্রীড়া প্রেমী সর্বোপরি সিএইচটি টাইমস ডটকমের পাঠকদের জ্ঞাতার্থে নতুন এই সময়সূচি টি সংযুক্ত করা হলোঃ-সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট”২০২২ এর আয়োজক বান্দরবান জেলা সংস্থা এবং এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।নীলগিরি ও নীলাচল সম্বোধিত দুটি গ্রুপে চারটি করে সর্বমোট আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।জাতীয় পর্যায়ের দক্ষ রেফারিরা এই খেলাগুলো পরিচালনা করবেন বলে নিশ্চিত করেছেন আয়োজক সুত্র।এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পিছিয়ে ১৮ মে এর পরিবর্তে ২০ মে করা হয়েছে।একইভাবে টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি”র পূর্ব নির্ধারিত ব্রিফিংটিও ১৭ মে সকাল সাড়ে নয়টায় হওয়ার কথা থাকলেও এটি ১৯ মে সকাল সাড়ে নয়টায় জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের সদস্য সচিব লক্ষীপদ দাস।এদিকে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মেয়র মো.ইসলাম বেবী।তিনি জানান, ইতিমধ্যে টুর্নামেন্ট কে কেন্দ্র করে বর্ণিলভাবে স্টেডিয়ামকে সাজিয়ে তোলা হচ্ছে।রং কারুকার্যে ফুটিয়ে তোলা হচ্ছে উৎসবের আমেজ।ডেকোরেশন এর কাজগুলোতেও আনা হয়েছে বৈচিত্র এবং আকর্ষণীয় দৃষ্টিনন্দন বিলবোর্ড ও প্ল্যাকার্ড স্থাপন করা হচ্ছে।তিনি আরও বলেন,মোয়ার মেশিন দিয়ে সার্বিকভাবে মাঠটিকে খেলার উপযোগী করে তোলা হচ্ছে।টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তার কোনও কিছু নাই।করোনা মহামারীর পর এই টুর্নামেন্ট বান্দরবানের ক্রীড়াঙ্গনে প্রান সঞ্চার করবে এমনটাই জানান এককালের তুখোড় এই ফুটবলার।উল্লেখ্য,বান্দরবান জেলা প্রশাসন এবং তথ্য ও প্রযুক্তি বিভাগ (এটুআই) এর লোকাল ইনোভেশন”২০১৫ পুরষ্কৃত বান্দরবানের প্রাচীন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম বহুল আলোচিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর সকল সংবাদ স্ব উদ্যোগে গুরুত্ব সহকারে প্রকাশ করার কথা নিশ্চিত করেছেন অনলাইন দৈনিকটির ফাউন্ডার লুৎফুর রহমান (উজ্জ্বল)।গত বুধবার (১১ মে) অনুষ্ঠিত টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রথম সভার সংবাদটিও সিএইচটি টাইমস ডটকম নিজ উদ্যোগে সচিত্র প্রতিবেদন আকারে প্রকাশ করে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!