বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন সময়ে র্যাব ও পুলিশের মাদক বিরোধী অভিযানে আটককৃত ২ টি মাদক মামলার প্রায় ২ লক্ষ ৩৩ হাজার ৪৮০ পিস ইয়াবা ধংস করা হয়েছে।সোমবার (১৬ই মে) বিকেলে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.মাহবুবর রহমান এর নির্দেশে এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম এমরান,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.নূরুল হক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হোছাইন এর উপস্থিতিতে ২ টি মাদক মামলায় উদ্ধারকৃত মাদক ধ্বংস করা হয়।যার মোট বাজার মূল্য ৭ কোটি ৪৪ হাজার টাকা।এ সময় জেলা কোর্ট মালখানার ভারপ্রাপ্ত ইনচার্জ প্রিয়েল পালিত,জি.আর.ও কাউছার,নাইক্ষ্যংছড়ি থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই মো.ইহসানুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য,গত ৮ এপ্রিল”২০২২ নাইক্ষ্যংছড়ি থানায় দায়েরকৃত মামলা নং-৬,জি.আর.১১১/২২ নং মামলায় উদ্ধার হওয়া ২ লক্ষ ৩২ হাজার ৫০০ পিস এবং গত ২৪ এপ্রিল”২০২২ একই থানার অপর আরেকটি মামলা নং -১৫,জি.আর ১৩৪/২২ নং মামলায় উদ্ধার হওয়া ৯ শত ৮০ পিস ইয়াবাসহ সর্বমোট ২ লক্ষ ৩৩ হাজার ৪৮০ পিস ইয়াবা ধংস করা হয়।